দেশজুড়ে

কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় দিনমজুরের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৬০ বছর বয়সী দিনমজুর মো. মোক্তার মিয়া।

সোমবার (১৯ মে) দিবাগত  রাত ১২টার দিকে এঘটনা ঘটে। নিহত মোক্তার মিয়ার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। জীবিকার সন্ধানে তিনি রাজধানীতে এসে কারওয়ান বাজার এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের খাবারের জন্য হোটেলে যাচ্ছিলেন মোক্তার। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগতির কাভার্ডভ্যান এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাক চাপা #সড়ক দূর্ঘটনা #রাজধানী