অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলা থামছে না। নতুন করে চালানো আক্রমণে আরও ৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফলে চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৩ হাজার ৫০০ জনে।
মঙ্গলবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাতে ইসরাইল নতুন করে বোমাবর্ষণ শুরু করে। এ হামলায় এখন পর্যন্ত ৪৩ জন নিহত হইয়েছেন।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি অভিযানে ৫৩ হাজার ৫০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু গেল ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ৩৬৪ জন, যার ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ধাপে ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৩৪০ জন নিহত এবং প্রায় ৯ হাজার ৩৫৭ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ এখনও আটকে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ক্রমেই জোরালো হচ্ছে। কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য ইসরাইলকে সতর্ক করে বলেছে, আগ্রাসন বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ২২টি দেশ গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছে।
এর আগে, গাজায় সংঘটিত অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলার মুখোমুখি হয়েছে ইসরাইল।
এমএ//