পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনীরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে মন্ত্রীসভা এই অনুমোদন দেয়।
মঙ্গলবার পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাতে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কৌশলগত ভারসাম্য ও সাহসী নেতৃত্বের মাধ্যমে জাতীয় নিরাপত্তা রক্ষা ও শত্রুদের পরাজিত করার স্বীকৃতি স্বরুপ এই পদোন্নতি।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ফিল্ড মার্শাল পদটি মূলত পাঁচ তারকাবিশিষ্ট আলঙ্কারিক পদ, যা অসাধারণ নেতৃত্ব ও যুদ্ধে সাফল্যের কারণে দেয়া হয়।
তিনি আরও জানান, ১৯৬৫ সালে পাকিস্তানি স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে ঘোষণা করার পর দ্বিতীয়বারের মত এই পদোন্নতির ঘটনা ঘটলো। ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পাওয়ার পরও মুনীর সেনাবাহিনী প্রধান হিসেবে স্বপদে থাকবেন।
এনএস/