পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান (চিফ অব ডিফেন্স ফোর্সেস—সিডিএফ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপে সম্মতি জানিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার নিয়োগ চূড়ান্ত খবর জিও নিউজ।
এর আগে গেল মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর ফিল্ড মার্শাল পদে উন্নীত হন আসিম মুনির। চলতি বছরের শেষে তার সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও গেল নভেম্বরে সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান নামে নতুন একটি পদ সৃষ্টি করে। ওই সংশোধনী অনুযায়ী আসিম মুনিরকে পাঁচ বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন প্রাক্তন সামরিক শাসক আইয়ুব খান।
নিয়োগ চূড়ান্ত হওয়ার কিছুক্ষণ আগে দেওয়া এক বক্তব্যে আসিম মুনির বলেন, ‘এখান থেকে পাকিস্তান আরও উন্নতির দিকে এগোবে।’
এদিকে পৃথক আদেশে বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধুরের মেয়াদ দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জারদারি। ২০২৬ সালের মার্চে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর এই বর্ধিত মেয়াদ কার্যকর হবে।
এমএ//