ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না পেলে সারাদেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। এসময় উপাচার্য নিয়াজ আহমেদ এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন তারা। সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (২০ মে) দুপুর তিনটা থেকে দুই ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা।
অবরোধ চলাকালে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা সাতদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। এরপর কোনো অশান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। সাম্য হত্যার বিচার না পেলে আমরা ঢাকা অচল করে দেব। সারাদেশ অচল করে দেব। আমরা সরকারকে সময় দিচ্ছি। দ্রুত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করুন।’
তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সাম্যের প্রকৃত খুনি কি না, তা আমরা জানি না। সরকার আমাদের আশ্বস্ত করতে পারছে না। সাম্য হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অবস্থা খুব নাজুক।’
রাকিব বলেন, জুলাই-আগস্টের সুবিধাভোগী যারা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছে, ‘তাদের সংগঠন রয়েছে তারা আজ পর্যন্ত সাম্য হত্যার জন্য সোশ্যাল মিডিয়ায়ও দুঃখ প্রকাশ করেননি। আমরা তাদের ধিক্কার জানাই। যারা পারভেজ-সাম্য হত্যার পর সামান্য সহানুভূতি প্রদর্শন করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি প্রদর্শন করব না।’
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদলের নেতা কর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। একইভাবে আমাদের ভাই সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছাত্রদলের আর কোনো নেতাকর্মীর গায়ে যদি আঘাত করা হয় তাহলে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে’।
তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত সংগঠনের কিছু নেতাকর্মী সাম্যের হত্যাকাণ্ডের মোটিভ বদলাতে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে। সেই গুপ্ত সংগঠন ছাত্রশিবির সাম্য হত্যার প্রতিবাদ জানিয়ে যে বিবৃতি দিয়েছিল তা আমরা প্রত্যাখ্যান করছি। আপনারা সাম্যের হত্যার মোটিভ বদলাতে গিয়ে আপনাদের দেওয়া বিবৃতির কার্যকারিতা নষ্ট করেছেন’।
সড়ক অবরোধ করে বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদলের নেতাকর্মীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, বিচার বিচার বিচার চাই, সামান্য হত্যার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, দফা এক দাবি এক, ভিসি-প্রক্টরের পদত্যাগ ইত্যাদি স্লোগান দেন।
প্রসঙ্গত, এ অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ঢাকার বিভিন্ন কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আই/এ