ইসরাইলি বাধায় ত্রাণ সরবারহ বন্ধের কারণে গাজায় চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে। এর ফলে আগামী ৪৮ ঘন্টায় উপত্যকাটিতে ১৪ হাজার শিশু মারা যেতে পারে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার এমন আশঙ্কা করেছেন।
গাজার সার্বিক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে ফ্লেচার বলেন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গাজা উপত্যকায় ত্রাণের বন্যা বয়ে দেয়া দরকার।
হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করাতে গেলো ২ মার্চ থেকে গাজায় খাবার ও প্রয়োজনীয় ওষুধ সরবারহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। তবে কয়েকদিন আগে উপত্যকাটিতে অল্প পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল, যা প্রয়োজনের তুলনায় খুবই কম।
এনএস/