ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর আক্রমণে গেল বুধবার ভোর থেকে বৃহস্পতিবার(২২ মে) ভোর পর্যন্ত আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫০ জনের বেশি।
এতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৬৫৫ ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ইসরাইলি বিমান হামলায় ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনরত বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গুলি চালানোর ঘটনা ঘটেছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান হামলার কারণে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৬৫৫-এ পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৮২ জন নিহত এবং আরও ২৬২ জন আহত হয়েছেন। শুরু থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে এক লাখ ২১ হাজার ৯৫০-এ দাঁড়িয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন এবং উদ্ধারকর্মীরা সঠিকভাবে পৌঁছাতে পারছেন না। যার ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। চলতি বছরের জানুয়ারিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলেও, মার্চে ইসরাইল তা ভঙ্গ করে এবং গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে।
এসকে//