যুদ্ধ শেষে ইসরাইল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২১ মে) টেলিভিশনে এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভাষণের শুরুতেই ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, হামাসকে পরাজিত করতে ইসরাইলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য আছে। ইসরাইল সরকার এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় গাজায় সাহায্য সরবরাহের জন্য তিন-পর্যায়ের পরিকল্পনার কথা বলেন। এগুলো হলো উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া, ইসরাইলি সেনাবাহিনীর মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো দিয়ে খাদ্য বিতরণ কেন্দ্র খোলা এবং যুদ্ধ শেষে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা।
এসকে//