গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। মঙ্গলবার (২২ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এহুদ ওলমার্ট আরও বলেন, এই যুদ্ধের স্পষ্ট চিত্রটা এমন যে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন, পাশাপাশি বহু ইসরাইলি সেনাও মারা যাচ্ছেন। সবদিক থেকেই এটা জঘন্য ও ঘৃণিত।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী এই রাজনীতিবিদের এমন মন্তব্যে ইসরাইলের একাধিক রাজনৈতিক ক্ষোভ প্রকাশ করেছেন।
এসকে//