আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে ফের কৃতিত্ব দাবি ট্রাম্পের

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

‘বাণিজ্যিক কৌশলের’ মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা হ্রাস করা হয়েছে। এ ব্যাপারে নিজের কৃতিত্ব আবারও দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিওে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক  বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এসব কথো বলেন। 

ট্রাম্প বলেন, আমি বাণিজ্যের মাধ্যমে ওই সমস্যাটির মীমাংসা করেছি।  এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি।

পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প আরও বলেন, আপনি যদি দেখেন আমরা কি করলাম পাকিস্তান ও ভারতের সঙ্গে। আমি মনে করি, আমি পুরো বিষয়টাই বাণিজ্যের মাধ্যমে সমাধান করেছি। আমি উভয় পক্ষকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা আসলে কি করছ?

 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #পাকিস্তান