ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভোরে মধ্য ইসরায়েলে আঘাত হানার আগেই তা প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলে এটা ইয়েমেনের হুথি যোদ্ধাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে সামরিক বাহিনী এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।তারা বলেছে যে, বিমান হামলার নীতি অনুসারে সতর্কতা জারি করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এসকে//