দেশজুড়ে

৫০ মণের কালা ও ধলা পাহাড়ের দাম ১৬ লাখ টাকা

সাভার প্রতিনিধি

ঢাকার অদুরে সাভারের হেমায়েতপুর এলাকার 'লালন ডেইরি ফার্মে' কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় দুইশতাধিক গরু। তবে এদের মাঝে সকলের নজর কেড়েছে বিশালদেহী কালা পাহাড় ও ধলা পাহাড় নামে দুটি ষাঁড় গরু। ফ্রিজিয়ান জাতের এ গরু দুটির ওজন প্রায় ৫০ মণ, আর দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। অর্থ্যাৎ একটি গরুর দাম ৮ লাখ টাকা।

এদের মধ্যে ধলা পাহাড়ের জন্ম এই খামারেই আর কালা পাহাড়কে দুই বছর আগে ৬ মাস বয়সে কিনে আনা হয় ২ লাখ টাকায়। তারপর থেকেই গরু দুটিকে লালন-পালন করে আসছেন খামারটির কর্মচারী আব্দুল কাদের এবং তিনিই শখ করে এদের নাম রাখেন কালা পাহাড় ও ধলা পাহাড়। প্রতিদিন এদের খাবারের তালিকায় কাঁচা ঘাসের সাথে থাকে এ্যাংকর, ভুট্টা, ভুসি, ক্ষুদের ভাত ইত্যাদি।

গরু দুটির পরিচর্যাকারীরা জানান, অনেক আদর করে কালা ও ধলা পাহাড়কে লালন-পালন করা হয়েছে। এদেরকে গায়ে হাত বুলিয়ে আদর করলে খুশি হয়। তাদের ভালোবাসলে তারাও ভালোবাসে, আর ভালো না বাসলে লাথি-গুঁতা দেয়। তবে বৃহৎ আকৃতির কারণে

এসেরকে শেড থেকে বের করা হয়না। কারণ গরুদুটি বের করতে হলে প্রায় ৮ থেকে ১০ জন লোক লাগে। তাই প্রায় এক বছর ধরে ঘরের ভিতরে রেখেই শেড ভেতরেই এদেরকে লালনপালন করা হচ্ছে।

 

কালা ও ধলা পাহাড়ের পাশাপাশি খামারটিতে রয়েছে আরো অন্তত দুইশোটি বিভিন্ন আকৃতির গরু। যার মধ্যে রয়েছে দেশি, শাহীওয়াল, ফ্রিজিয়ান ও অস্ট্রেলিয়ান জাতের গরু।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কালা পাহাড় #গরু