নেইমারের মাঠে ফেরার নিশ্চয়তা পাওয়া যায় আগেই। শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় সকালে সিআরবির বিপক্ষে কোপা দো ব্রাজিলের ম্যাচ ছিল। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে সান্তোসের হয়ে মাঠে দেখা যায় নেইমারকে।
নেইমার মাঠে নামলেও অবশ্য তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি। প্রথম লেগে ১-১ গোলে ড্র ছিল, আর আজ দ্বিতীয় লেগ শেষ হয় গোলশূন্য ড্রতে। ম্যাচ চলে যায় টাইব্রেকারে।
নেইমার সান্তোসের হয়ে প্রথম শট নেন, গোলও করেন। ম্যাচটি সান্তোস হেরে যায় ৫-৪ গোলে। নেইমার মাঠে ফিরলেন ১ মাস পর। আর দুঃখজনকভাবে দলের বিদায় দেখতে হলো তাকে।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়, তা জানি। আমি ২০ বা ২৫ মিনিটেই পার্থক্য তৈরি করতে পাড়ি। আমি সতীর্থদের সাহায্য করতে পারি। এটা অনেক দিন পর আমার প্রথম ম্যাচ। কিন্তু সবকিছু শুধু আমার ওপর নির্ভর করতে পারে না। সবাই জানে আমরা কী অবস্থায় আছি এবং এই পরিস্থিতি থেকে বের হতে আমাদের সব খেলোয়াড়ের চেষ্টা প্রয়োজন।‘
সান্তোসের হয়ে আগামী ৩০ জুন চুক্তি শেষ হবে নেইমারের। নতুন করে চুক্তির ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। নেইমার নিজেও এ ব্যাপারে এখনো জানেন না বলে জানিয়েছেন।
এমএইচ//