দেশজুড়ে

পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাই, যুবক গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজশাহীতে পুলিশ সদস্যের প্রাইভেট কার থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।    

অভিযুক্ত জীবন ইসলামকে  বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাবাড়ি শাহমখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া গ্রামে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত জীবনকে থানায় হস্তান্তর করা হয়েছে

শুক্রবার (২৩ মে) র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গেল ১৩ মে সিটিহাট এলাকা দিয়ে মতিহার থানার এক কর্মকর্তা প্রাইভেট কারে যাচ্ছিলেন।  গাড়িতে তাঁর মামা, ভাগনে এবং মামাতো বোনও ছিলেন।  পথে একদল যুবক সিগন্যাল দিয়ে তাদের গাড়ি থামায়।  গাড়িতে থাকা নারী যাত্রীদের প্রথমে অশালীন মন্তব্য শুরু করে এবং হেনস্তার চেষ্টা চালায়

পুলিশ পরিচয় দেয়ার পর ওই যুবকরা আরও মারমুখী হয়ে উঠেন। এরপরে গাড়িতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা দাবি করে।  শেষ পর্যন্ত মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় তারা।   

এই ঘটনায় ভুক্তভোগী মামলা করলে প্রথমে সজীব নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তা তথ্যমতে জীবন ইসলাম এবং রাকিব নামে আরও দুইজনকে সনাক্ত করা হয় পরে র‍্যাব অভিযান চালিয়ে জীবনকে আটক করে

এ ব্যাপারে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারিন বলেন, অভিযুক্তদের নামে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারি রয়েছে। পলাতক রাকিবকে ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।  

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #র‍্যাব