সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সকালে হাইওয়ে রেস্ট হাউজের পেছনের নির্জন জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. আরাফাত হোসেন (৪০)। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা এবং হাটিকুমরুল গোলচত্বরে অবস্থিত সিল্ক সিটি হোটেলের কর্মচারী ছিলেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আরাফাত তিন বছর আগে রায়গঞ্জের নিমগাছি এলাকার এক নারীকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। বৃহস্পতিবার (২২ মে) রাত ৮টার দিকে তিনি হোটেলে ডিউটির কথা বলে বের হন। পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, নিহতের মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এমএ//