আন্তর্জাতিক

লন্ডনে শেখ হাসিনা ঘনিষ্ঠদের ১৪০০ কোটি টাকার সম্পদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এছাড়া আরও ৭টি সম্পদ জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি। শনিবার (২৪ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, লন্ডনে বাংলাদেশের সাবেক ক্ষমতাসীনদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ।  বাংলাদেশি টাকায় যা ১৪০০ কোটি টাকার বেশি।

সম্পদ জব্দের আদেশ অনুযায়ী, আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনে তাদের সম্পদ বিক্রি করতে পারবেন না। এর মধ্যে লন্ডনের গ্রোসভেনর স্কয়ারের অ্যাপার্টমেন্টও রয়েছে। এছাড়া এনসিএর জব্দ করা সম্পদের মধ্যে উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে গার্ডিয়ান জানায়, শেখ হাসিনার ছোট বোন ও যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওই অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন। ফিন্যান্সিয়াল টাইমস ৭৭ লাখ পাউন্ডে (প্রায় ১২৬ কোটি ৫৭ লাখ টাকা) কেনা দুটি সম্পদ জব্দের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল। 

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের ধনাঢ্য ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। আহমেদ শাহরিয়ার রহমান হলেন সালমান এফ রহমানের ভাতিজা। 

গেল বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয় সালমান। বর্তমানে তিনি কারাগারে আছেন। 

সালমান এফ রহমান দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের নীতিবিষয়ক পরিচালক ডানকান হামেস জানিয়েছেন, ‘আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যেতে এবং দেরি না করে সব সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি।’

এনসিএ-এর একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে এনসিএ চলমান সিভিল (দেওয়ানি) তদন্তের অংশ হিসাবে বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে।’

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #সালমান এফ রহমান #সম্পত জব্দ