কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পঞ্চম দফায় আলোচনা। শুক্রবার (২৩ মে) ইতালির রাজধানী রোমে স্থানীয় সময় দুপুর ১টায় ওমানের মধ্যস্ততায় পঞ্চম দফায় এই আলোচনা হয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এর আগে ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত বৈঠকটি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে মতবিরোধের মধ্য দিয়ে শেষ হয়েছিল। তখন তেহরান বলেছিল ,যুক্তরাষ্ট্র যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বলে, তবে চুক্তি সম্ভব নয়।
এদিকে, তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করলে যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে।
শুক্রবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই এ তথ্য জানায়। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
এমএ//