গেলো ৯ ও ১০ মে মিয়ানমার উপকূলে সাগরে ডুবে অন্তত ৪২৭ রোহিঙ্গা মারা গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এ খবরের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে সংস্থাটি।। শনিবার (২৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানায়, প্রাথমিক তথ্য অনুসারে, মিয়ানমার উপকূলে ২৬৭ রোহিঙ্গা ভর্তি একটি নৌকা গেলো ৯ মে ডুবে যায়। এদের মধ্যে শুধুমাত্র ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ২৪৭ জন আরোহী ভর্তি আরেকটি নৌকা ১০ মে ডুবে যায়। এদের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি জানায়, তারা প্রকৃত ঘটনা জানতে কাজ করছে। যদি ঘটনাগুলোর ব্যাপারে নিশ্চিত হওয়া যায়, তবে তা চলতি বছরে রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ডুবে মারা যাওয়ার সবচেয়ে করুণ ঘটনা হবে।
ইউএনএইচসিআর আরও জানায়, এসব নৌকা ভর্তি রোহিঙ্গারা হয় বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে ত্যাগ করছিলো। নতুবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে যাচ্ছিলো।
এনএস/