সৌদি সরকার ভিশন ২০৩০ সফল করার লক্ষ্যে ২০২১ সাল থেকে প্রবাসী বাংলাদেশিদের নিজ নামে ব্যবসা করার অনুমতি দেয়। সৌদি সরকারের এ নীতিমালা অনুসরণ করে দেশটিতে ব্যবসায়ী ও ইনভেস্টর হয়েছেন হাজারো বাংলাদেশি এবং তারা সৌদি আইন-কানুন মেনে সুনামের সঙ্গে ব্যবসা করছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
এরই ধারাবাহিকতায় সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন বাস স্ট্যান্ড ওমরাহ অফিস সংলগ্ন মদিনা মার্কেটে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যব্সা প্রতিষ্ঠান ‘কলাপাতা রেস্টুরেন্ট’।
ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রবাসী ব্যবসায়ী লিটন রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের মালিকের কফিল সৌদি নাগরিক ইয়াছলাম সালেম আল সাহেরী।
উদ্বোধন অনুষ্ঠানে লিটন মিয়া জানান, বাংলাদেশে রেমিট্যান্স বাড়ানোর লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে আমাদের এ প্রতিষ্ঠান। এখানে প্রায় ৪০-৪৫ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। আমাদের ট্রাভেল এজেন্সিসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের লক্ষ্য বাংলাদেশে থাকা বেকারদের নিয়ে কীভাবে কাজ করা যায় এবং কীভাবে তাদের বেকারত্ব ঘুচানো যায়।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মকবুল পাটোয়ারী, আবু আবদুল্লাহ আশরাফি, শায়েখ আবু মোহাম্মদ সাহেরী, সজিব, নাছির উদ্দিন খোকন সহ আরও অনেকে। অনুষ্ঠানে আগত অতিথিরা কলাপাতা রেস্টুরেন্টের সাফল্য কামনা করেন এবং রিয়াদে বাংলাদেশি সংস্কৃতি ও খাবারকে তুলে ধরার এ উদ্যোগকে সাধুবাদ জানান।
এমআর//