দেশজুড়ে

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ১৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার (২৪ মে) সকালে ভারত থেকে বাংলাদেশে বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।  উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে তাদের আটক করা হয়।

শনিবার (২৪ মে) রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫৮ বাংলাদেশ বর্ডার গার্ড সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মহেশপুরের বাঘাডাংগা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার-৬০/৩৩-আর সংলগ্ন হুদাপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি।

এসময় বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৩ জন এবং শিশু ৭ জন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ #সীমান্তে অনুপ্রবেশ #অনুপ্রবেশ #বিজিবি