জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ছোট ও বড় পর্দার উভয় স্থানেই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি একটি ভিডিওতে বেলি ডান্স করতে দেখা যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটি আসলে তিশার নয়। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওতে নৃত্য পরিবেশনকারী নারী আসলে ভারতীয় বেলি ডান্সার ইশিকা সিং রাজপুত। যার মুখে তিশার মুখ বসানো হয়েছে। যা 'ডিপফেক' প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে ।
গেল ২৩ মার্চ ইশিকা সিং রাজপুতের ইনস্টাগ্রাম প্রোফাইলে একই ধরনের পোশাক ও ব্যাকগ্রাউন্ডে তার আরও কয়েকটি নৃত্য ভিডিও পোস্ট করা হয়েছিল। পরে ওই ভিডিওগুলোর সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওটি তুলনা করা হলে দেখা যায়, দুই ভিডিওর ব্যাকগ্রাউন্ড, পোশাক এবং অঙ্গভঙ্গি পুরোপুরি মিলে গেছে। একমাত্র মুখ দুটি ভিন্ন ছিল, যা ডিপফেক প্রযুক্তির মাধ্যমে বদলানো হয়েছে।
ডিপফেক প্রযুক্তি এমন একটি ডিজিটাল টুল যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্যক্তির মুখ বা ভয়েস অন্য একজনের সাথে পরিবর্তন করে, যাতে তা বাস্তবসম্মত দেখায়। ফলে এটি এমন ভিডিও বা অডিও তৈরি করতে সক্ষম, যা একজন ব্যক্তি নিজে বলেননি বা করেননি। নুসরাত ইমরোজ তিশার নাচের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তা সম্পূর্ণভাবে এডিট করা অর্থাৎ, ভুয়া।
এসকে//