বিনোদন

নতুন জীবনে পা রাখলেন অভিনেতা মিলন

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আবারও নতুন জীবনের পথে পা রাখলেন। গেলো ৮ ফেব্রুয়ারি, পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চট্টগ্রামের একটি হোটেলে বিয়ে করেন তিনি। তার জীবনের নতুন সঙ্গী শিপা নামের এক নারী।

বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "আজ মিলনের দাওয়াতে এসে তার স্ত্রীকে দেখলাম। দুজনকে বেশ ভালো মানিয়েছে। তাদের জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইল।"

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নবদম্পতির জন্য ভালোবাসা প্রকাশ করে লেখেন,”অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। খুব ভালো লাগলো! সুখী হও, আনন্দে ভাসো।"

তবে নির্মাতা চয়নিকা চৌধুরী বিয়ের নির্দিষ্ট স্থান বা অন্যান্য কোনো তথ্য প্রকাশ করেননি।

এর আগে ১৯৯৯ সালে মিলন প্রথমবার লুসি গোমেজকে বিয়ে করেছিলেন। তবে ২০১৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর শোনা যায়, তিনি পলি আহমেদ নামের এক নারীর সঙ্গে সংসার করছেন। যদিও এ বিষয়ে দীর্ঘদিন নীরব ছিলেন মিলন। তবে ২০১৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কা সফরের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী-পুত্রের ছবি শেয়ার করেন তিনি। তখনই জানা যায়, তার স্ত্রীর নাম পলি আহমেদ, আর তাদের সন্তানের নাম মিহ্রান।

কিন্তু দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলি আহমেদ।

সেই শোক ও অতীতকে পেছনে ফেলে নতুন করে পথচলা শুরু করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন। তার নতুন জীবনের জন্য অসংখ্য শুভকামনা রইল।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন অভিনেতা | আনিসুর রহমান মিলন | নির্মাতা চয়নিকা চৌধুরী