আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামী ২৯ মে পশ্চিমবঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৬ সালে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে মোদির এই সফরের রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে।     

এসফরে আলিপুর দুয়ারে একটি জনসভায় যোগ দিবেন মোদি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডর নিয়ে এক প্রশাসনিক সভায়ও যোগ দিবেন তিনি।

মোদির এই সফরের পর ১ জুন পশ্চিমবঙ্গে আসবেন বিজেপির আরেক শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিধানসভা নির্বাচন নিয়ে সেখানে দিক নির্দেশনা দিতে পারেন।

 

এনএস/   

এ সম্পর্কিত আরও পড়ুন #পশ্চিমবঙ্গ #নরেন্দ্র মোদি