রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে নিহত বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় দুজনকে সনাক্ত করেছে পুলিশ। ক্লোজসার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে তারা দুজন কামরুলকে গুলি করছে। তাদেরকে গ্রেফতারের চেস্টা চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রোববার (২৫ মে) রোববার রাত সোয়া ১০টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় কামরুলকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্মসম্পাদক ছিলেন। তিনি এলাকায় ডিসের ব্যবসা করতেন। গুদারাঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন কামরুল।