দেশজুড়ে

রাজধানীতে ছিনতাইয়ের ভিডিও ফুটেজ ভাইরাল

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে দিনের বেলা প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। গেল ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে এ অপকের্ম জড়িতদের খুঁজছে পুলিশ।

ওই ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যায়, এক তরুণ একটি ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় বাইকে আসা তিনজন। বাইক থেকে দু’জন নেমে দুটি চাপাতি নিয়ে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে নিয়ে যায়। এসময় চাপাতি দিয়ে আঘাতও করে। এক পর্যায়ে তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে। এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করেন। কিন্ত চাপাতি হাতে দুইজন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়।

এক পর্যায়ে বাইকটি চলে যাওয়ার সময় হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে তেড়ে যায়। ভিডিওতে রেকর্ডের সময় অনুযায়ী তখন সময় বিকেল ৫ টা ২২ মিনিট। মাত্র এক মিনিটের মধ্যে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তিনজন। হেলমেট পরে থাকায় তাদের কার চেহারা দেখা যায়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাজু জানিয়েছেন, ঘটনার একসপ্তাহ পেরিয়ে গেলেও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। তারপরও আইনী ব্যাবস্থা নিতে ছিনতাইয়ের শিকার ব্যাক্তিকে খুঁজছে পুলিশ। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মগবাজার #ছিনতাই