আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২৬ মে) জাতীয় দৈনিক যুগান্তর এবং নিউএজ-এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশক্রমে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) এ এস এম রুহুল ইমরান গত ২৫ মে এই বিজ্ঞপ্তিতে সই করেন। একইসঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের (৪০) বিরুদ্ধেও একই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিফ প্রসিকিউটর শেখ হাসিনা এবং শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন। তাদের নোটিশ দেওয়া হলেও তাঁরা ট্রাইব্যুনালে হাজির হননি কিংবা কোনো জবাব দাখিল করেননি। আত্মপক্ষ সমর্থনের আরও সুযোগ দিতে তাঁদের আবারও নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব বা বক্তব্য দিতে বলা হয়েছে। অনুপস্থিত থাকলে তাঁদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিচারকার্য সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ফরেনসিক বিশ্লেষণ করে জানিয়েছে, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
গত ৩০ এপ্রিল বিষয়টি সাংবাদিকদের জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি বলেন, এই অডিও বক্তব্য আদালতের বিচারকাজে হস্তক্ষেপ এবং হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় আদালত অবমাননার অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
এসি//