আন্তর্জাতিক

আল আকসায় ইসরাইলি মন্ত্রী, তীব্র নিন্দা জর্ডানের

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আল আকসায় ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের টেম্পল মাউন্ট সফরের জন্য জর্ডান তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, বেন গভিরের কর্মকাণ্ড এবং পবিত্র আল-আকসা মসজিদে তার বারবার অনুপ্রবেশ পূর্ব জেরুজালেমের দখলকৃত অবস্থা এবং ইসরায়েলের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা প্রকাশ করে

টেম্পল মাউন্ট হল ইহুদি ধর্মের পবিত্রতম স্থান।  যেখানে এক সময় দুটি বাইবেলের মন্দির ছিল। একই সাথে এই স্থানটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ, যা ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। 

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল জর্ডান থেকে টেম্পল মাউন্ট এবং জেরুজালেমের পুরাতন শহর দখল করে নেয়। তবে ইসরায়েল জর্ডানকে এই স্থানটির ধর্মীয় কর্তৃত্ব বজায় রাখার অনুমতি দেয়

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেন গভিরের কর্মকাণ্ড পূর্ব জেরুজালেমের মর্যাদার প্রতি অবমাননা।  ১৯৯৪ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় ইসরায়েল জর্ডানকে জেরুজালেমের মুসলিম পবিত্র স্থানগুলিতে বিশেষ ভূমিকা গ্রহণের অনুমতি দেয়।  কিন্তু বেন গভিরের সফর সেই চুক্তির লঙ্ঘন হিসাবে দেখা হচ্ছে

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #টেম্পল মাউন্ট