আকাশে মেঘের ভেলা ভাসছে, বাতাসে শোনা যাচ্ছে ঝড়ের সুর। বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস যেন বাতাসে ছড়াচ্ছে এক মধুর সন্ত্রাস।
গত কয়েক দিন ধরেই বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামীকালই। পর্যায়ক্রমে নিম্নচাপে রূপ নিতে পারে, তবে ভয়াল ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৬ মে) রাতে ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রাত একটার মধ্যে টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসি//