বন্য হাতির একটি দল আক্রমণ করে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাতকুচি বিট অফিসে আসবাবপত্র তছনছ করেছে । সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ের টিলায় ওই অফিসে হামলা হয়।
মধুটিলা রেঞ্জের কর্মকর্তারা জানান, বিকেলে একটি হাতি অফিসের সীমানায় চলে আসে। খবর পেয়ে বন বিভাগের কর্মী, গ্রামবাসী এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠিয়ে দেয়। তবে রাত সাড়ে ৯টার দিকে ২০-২৫টি হাতির দল এসে অফিসের দরজা ও জানালা ভেঙে দেয়। কয়েকটি হাতির শাবক ঘরে ঢুকে থাকা চাল খেয়ে ফেলে। অফিসের আসবাবপত্র তছনছ করে।
সমশ্চুড়া বিট কর্মকর্তা কাওসার হোসেন জানিয়েছেন, বর্তমানে সমশ্চুড়া ও কাটাবাড়ি এলাকায় ৩০-৩৫টি হাতির দুটি দল অবস্থান করছে। রাতে হাতির দলটি বিট অফিসের পাশাপাশি কয়েকটি বসতঘরেও হামলা করেছে।
প্রসঙ্গত, এর আগে ২৮ মে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিট কার্যালয়েও একটি হাতির দল হামলা চালিয়ে ঘরের দরজা, জানালা ও আসবাবপত্র ভেঙে ফেলে।
এসকে//