অপরাধ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার

সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও  মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ মে) কুষ্টিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  আমরা আটকের খবরটি শুনেছি। তবে কারা কবে কোথা থেকে আটক করেছে সে বিষয়ে জানি না। আমরাও জানার চেষ্টা করছি। এ অভিযানে পুলিশ অংশগ্রহণ করেনি

এ বিষয়ে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।

জানা গেছে, আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে ।

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তাঁর নাম আসা ছিলো তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন-জখমের ঘটনাও ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী জানিয়েছে,  ১৯৯৭ সালের দিকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে গড়ে তোলে সেভেন স্টার গ্রুপ। ওই গ্রুপে কাজ করার কারণে মোল্লা মাসুদের সঙ্গে সবচেয়ে বেশি সখ্য গড়ে ওঠে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের।

প্রসঙ্গত, ২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর  নামের ঘোষণা করে তৎকালীন বিএনপি-জামায়াত সরকার। তাঁদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তাঁর নামে এখনো ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সুব্রত বাইন