আন্তর্জাতিক

হার্ভার্ড ‘উগ্র বামপন্থী বোকা’ অধ্যাপকদের নিয়োগ দিচ্ছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ‘উগ্র বামপন্থী বোকা’ অধ্যাপকদের নিয়োগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (২৬ মে) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বলেন, হার্ভার্ড ‘উগ্র বামপন্থি বোকা’ এবং ‘পাখির মস্তিষ্কের’ প্রফেসরদের নিয়োগ দিচ্ছে এবং সেই কারণে সরকার পরিচালিত গবেষণা অনুদান তাদের দেওয়া উচিত নয়।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ক্ষমতা স্থগিত করতে চেয়েছিল। তবে আদালতের নির্দেশে সে উদ্যোগে আপাতত স্থগিত হয়েছে।

এদিকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিনশো কোটি মার্কিন ডলারের বৈজ্ঞানিক ও প্রকৌশল গবেষণা অনুদান প্রত্যাহার করে তা যুক্তরাষ্ট্রের ট্রেড স্কুলগুলোকে দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

তবে হোয়াইট হাউজ এখনও স্পষ্ট করেনি কোন অনুদানগুলো সরানো হবে বা কীভাবে সেগুলো ট্রেড স্কুলে দেওয়া সম্ভব হবে।

হার্ভার্ডের গবেষণা তহবিল মূলত কংগ্রেস অনুমোদিত অর্থ যা জৈব-চিকিৎসা গবেষণার জন্য এনআইএইচ-এর মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এ ধরনের উচ্চমানের গবেষণা সাধারণত ট্রেড স্কুলে হয় না, ফলে এই অর্থ পুনর্বণ্টন বাস্তবে কতটা সম্ভব তা নিয়েও উঠেছে প্রশ্ন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ট্রাম্প #হার্ভার্ড বিশ্ববিদ্যালয়