ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে উপত্যকাটির সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (২৬ মে) হামাসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে মেয়াদ ৭০ দিন ঠিক করা হয়েছে। এই সময়ে ১০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য থাকবে হামাস।
হামাসের সূত্রটি জানিয়েছে, ‘প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রয়েছে ৭০ দিনের যুদ্ধবিরতির বদলে হামাস দুই ভাগে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দখলদার ইসরাইলি সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে।’ অপরদিকে একই সময়ে ইসরাইলি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি থাকাসহ অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবেন
তবে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাধ্যমে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব হামাস মেনে নিতে রাজি হলেও প্রত্যাখ্যান করেছে ইসরাইল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতিতে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছেন।
এ বিষয়ে ইসরাইলের এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো দায়িত্বশীল সরকার এই প্রস্তাব মেনে নিতে পারে না। যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবের সঙ্গে মিল রয়েছে।
এদিকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৈন্য ও কর্মীদের বলিদান দিচ্ছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরাইলের বিরোধীদলীয় ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ার গোলান।
এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়া এক্সে ইসরাইলের সাবেক সিনিয়র এই সামরিক কর্মকর্তা লিখেছেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত, দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য তার সৈন্য ও কর্মীদের বলিদান দেন।’
এমএ//