এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ হয়নি ফাহামিদুল ইসলামের। তবে এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ফাহামিদুলকে ডেকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বুধবার (২৮ মে) ইতালির রোম থেকে সকাল ৯টার দিকে ঢাকায় পা রাখেন তিনি।
ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। এর আগে একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে খেলেছেন তিনি।
এর আগে ভারত ম্যাচের জন্য সৌদি আরবের অনুশীলন ক্যাম্পে ছিলেন ফাহামিদুল। কিন্তু শেষপর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা হয়নি। যা নিয়ে তখন বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন দেশের ফুটবল সমর্থকরা।
এশিয়ান কাপ বাছাইয়ের পরের ম্যাচ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে, আগামী ১০ জুন। এই ম্যাচের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ৩০ মে থেকে। পাশাপাশি ভুটানের বিপক্ষে ৪ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ব্যস্ত সময়ের জন্য বাফুফের পক্ষ থেকে দ্রুতই দল ঘোষণা করার কথা রয়েছে।
এমএইচ//