ফুটবল

মধ্যরাতে নারী ফুটবলারদের সংবর্ধনা দিলো বাফুফে

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা।  এমন অর্জনের জন্য নারী দলকে মাঝরাতেই সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার (৬ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা দেওয়া হয়।  এসময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও অনেকে।

বাঘিনীদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে  ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমীরা।

এর আগে, রাত পৌনে ২টার দিকে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল।

 

 

 

 

 

 

    

এ সম্পর্কিত আরও পড়ুন #নারী