গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের একটি সংস্থা এই সাহায্য কার্যক্রম পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে এই ত্রাণকাজ পরিচালিত হচ্ছে।
সমালোচকদের মতে, রাজনৈতিক ও সামরিক কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিতরণ ব্যবস্থা চালু করেছে ইসরাইল-যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, এর আগে জাতিসংঘের মাধ্যমে গাজায় ত্রাণ সরবারহ হয়ে আসছিলো। তবে ইসরাইলের অভিযোগ, এসব ত্রাণ গাজার সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা লুট করে। ফলে সাধারণ গাজাবাসী ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে ।
এনএস/