জাতীয়

সচিবালয়ে প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

বায়ান্ন প্রতিবেদন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছেন। প্রতিবাদের অংশ হিসেবে তারা সচিবালয় এলাকায় প্রতিদিন এক ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করবেন।

বুধবার (২৮ মে) দুপুরে সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীরা এই কর্মবিরতি পালন করবেন। তবে বাকি সময়ে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। একইসঙ্গে সারাদেশের সরকারি দফতরেও এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

বাদিউল কবির আরও জানান, হাসপাতালগুলোতে অর্ধ ঘণ্টার কম সময়ের মধ্যে বিক্ষোভ কর্মসূচি সেরে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত শনিবার (২৪ মে) থেকে সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীরা আন্দোলন শুরু করেন। মঙ্গলবার (২৭ মে) চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভে অংশ নেন তারা। সচিবালয় এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন করা হয় সোয়াত, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সচিবালয়