রাজনীতি

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। 

বিভিন্ন জেলা থেকে ভোর থেকেই নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল থেকেও এসেছেন অসংখ্য কর্মী। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ নাচ-গানে অংশ নিয়ে প্রাণবন্ত করে তুলছেন আয়োজনটি।

এই সমাবেশের মূল প্রতিপাদ্য হলো- ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এছাড়া আরও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ রয়েছে বাড়তি সতর্ক অবস্থানে, পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবক বাহিনীও সহযোগিতা করেছে।

আয়োজকদের ভাষ্য, তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে

তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, "চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এর আগে এমন আয়োজন করেছি, আজকের পল্টন যেন তরুণদের ঢল। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা—এই স্বপ্নের প্রতি মানুষের আকর্ষণই এর প্রমাণ।"

তিনি আরও যোগ করেন, “আমরা যে গণজাগরণ চাই, তার মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক এবং সমতাভিত্তিক বাংলাদেশ গড়ার পথ তৈরি করছি।”

এর আগে ২৬ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকার সমাবেশের ঘোষণা দেওয়া হয়। 

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী জানান, “চট্টগ্রামে তরুণদের বিপুল সাড়া পেয়েছি। খুলনা ও বগুড়ায় আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এবার ঢাকায় লাখো তরুণ-তরুণী সমবেত হবেন বলে আমরা আশাবাদী।”

মে মাসজুড়ে তরুণদের সঙ্গে সংযোগ বাড়াতে বিএনপির এই তিন সহযোগী সংগঠন আটদিনব্যাপী সেমিনার ও সমাবেশের আয়োজন করে। ঢাকায় অনুষ্ঠিত আজকের আয়োজন ছিল সেই ধারাবাহিকতার শেষ পর্ব।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #তারুণ্য উৎসব