বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকারের (অন্তর্বর্তী সরকার) মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে। এই সরকার যদি এভাবে চালায় আওয়ামী লীগ যা ক্ষতি করেছে, তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। ‘নয় মাসের কার্যক্রমে এই সরকার থেকে কিছুই পাইনি। শুধু পেয়েছি অবজ্ঞা।’
আজ বুধবার ( ২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এ নিয়ে (করিডর দিয়ে) লাভ-লোকসান দেখার দরকার নাই। আমরা যেমন ছিলাম, তেমন থাকতে চাই।’
তিনি আরো বলেন, এই সরকার একটি উপনিবেশিক সরকার। সরকারে যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগই দেশের নাগরিক নন।
মির্জা আব্বাস বলেন, দেশে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। এর দোষ বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ এসব চাঁদাবাজদের কেন ধরছে না ? সেই প্রশ্ন করেন তিনি।
তিনি আরো বলেন, ‘সরকার বলছে সংস্কার করে নির্বাচন দিবে। কিন্তু বিগত নয় মাসে সরকার কিছুই করতে পারেনি। তারা আগামী নয় বছরেও কিছু করতে পারবে না।’
ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চেয়ে সরকারকে একটা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
এই সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ ছাড়া অন্য নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন।
এমএ//