যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর প্রশাসন ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব এখনো ‘আলোচনার পর্যায়ে’ রেখেছে হামাস। সংগঠনটি মনে করে, প্রস্তাবটি এখন যে অবস্থায় আছে, এটি গাজায় ‘হত্যা ও দুর্ভিক্ষের ধারাবাহিকতাকেই’ নিশ্চিত করবে।
সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা এসব কথা জানিয়েছেন। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (২৯ মে) হোয়াইট হাউজের জনসংযোগ কর্মকর্তা ক্যারোলিন লেভিট বলেছেন, ইসরাইল যে যুদ্ধবিরতির প্রস্তাবে ‘স্বাক্ষর’ করেছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এটি বিবেচনার জন্য হামাসের কাছে জমা দিয়েছেন।
অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম রয়টার্সকে বলেছেন, ‘এই চুক্তি ‘আমাদের জনগণের কোনো দাবিই পূরণ করে না। দাবিগুলোর অন্যতম হলো যুদ্ধ বন্ধ করা।’
হামাসের নেতারা এই প্রস্তাবটি এখনো যাচাই-বাছাই করছেন বলে জানা যায়। নতুন ওই মার্কিন প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এদিকে ইসরাইল সরকারের পক্ষ থেকেও এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এমএইচ//