আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে আপস নয়: কড়া বার্তা দিলেন পাকিস্তান সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

কাশ্মীর নিয়ে কোনও ধরনের আপস বা সমঝোতা সম্ভব নয় বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (২৯ মে) রাওয়ালপিন্ডিতে ‘হিলাল টকশো’ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কাশ্মীর পাকিস্তানের অগ্রাধিকার এবং এ বিষয়ে অবস্থান থেকে তারা সরে আসবে না।

তিনি বলেন, কাশ্মীর কোনও দ্বিপাক্ষিক বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু।  ভারত বহু বছর ধরে এটি চাপা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভারতের নিজস্ব নীতির কারণে দেশটিতে সন্ত্রাসবাদ বেড়েছে।  বিশেষ করে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের কারণে।

বেলুচিস্তান প্রসঙ্গে তিনি বলেন, সেখানে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো বেলুচ জনগণের প্রতিনিধি নয় বরং, তারা ভারতের সমর্থনে কাজ করছে।  রাষ্ট্রবিরোধী কোনও তৎপরতা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। 

পানিবণ্টন নিয়ে মন্তব্য করতে গিয়ে আসিম মুনির বলেন, ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণ পাকিস্তানের কোটি মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে।  এটি তাদের জন্য রেড লাইন এবং তারা তাদের অধিকার থেকে একচুলও সরবো না।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কাশ্মীর #পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির