খেলাধুলা

বিসিবির ১৬তম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন। তিনি আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্বে ছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের কোচিং ও ক্রিকেটের উন্নতির সঙ্গে জড়িত ছিলেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির বোর্ড পরিচালকদের ভোটে সভাপতির দায়িত্বে দেওয়া হয় আমিনুল ইসলামকে।

এছাড়াও বিসিবির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমূল আবেদীন ফাহিম। সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

ক্রিকেট বোর্ডের পরিচালকদের প্রত্যক্ষ ভোটেই সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। এর আগে আজ বিকেলে তাকে আনুষ্ঠানিকভাবে বোর্ড পরিচালক হিসেবে মনোনীত করা হয়।

গতকাল, বৃহস্পতিবার সদ্য সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেন ৮ বোর্ড পরিচালক। সেই চিঠির পর বোর্ড পরিচালকের পদ থেকে ফারুককে সরিয়ে দেওয়া হয়। এতে তিনি বোর্ড সভাপতির পদও হারান। এরপর আজ বিকেলে সেই শূন্যপদে নিয়োগ পেলেন আমিনুল ইসলাম।

বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের অক্টোবরে। এরমধ্যে আমিনুল ইসলাম কিছু গণমাধ্যমে জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন না। শুধুমাত্র অন্তবর্তীকালীন সময়ে বোর্ড গোছানোর পর স্বচ্ছ নির্বাচন দেওয়া হবে তার কাজ।

এমএইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আমিনুল ইসলাম বুলবুল #বিসিবি #সভাপতি