দেশজুড়ে

টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে দুই দিনের ভারী বৃষ্টিপাতে বান্দরবনে পাহাড় ধ্বসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করেছে। 

শুক্রবার (৩০ মে) বান্দরবন শহরের ইসলামপুর, স্টেডিয়ামপাড়া এবং পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় গিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা গেছে। 

ইসলামপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, আরও কয়েক দিন বৃষ্টি হলে পাহাড় ধ্বস হতে পারে। আমাদের এখনই নিরাপদ স্থানে চলে যেতে হবে, নইলে বড় বিপদ হতে পারে। 

অন্যদিকে, স্টেডিয়ামপাড়া এলাকার বাসিন্দা গোপাল মল্লিক জানান, আমরা নিম্ন আয়ের মানুষ। নিরাপদ স্থানে যাওয়ার সামর্থ্য নেই, তাই এখানে ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে। 

জেলা প্রশাসক শামীম আরা রিনি গণমাধ্যমকে জানান, অব্যাহত বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি উজান থেকে পানি নেমে আসার কারণে পাহাড়ি ঢল এবং বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। গেল বছরের অভিজ্ঞতা থেকে শিখে  ১৭ মে থেকেই দুর্যোগকালীন জরুরি সেবা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জেলা ও উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, সিভিল সার্জন, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

তিনি জানান, যে কোনও দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করবেন এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করবেন। এই মুহূর্তে ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি সেবা বুথগুলোও খোলা রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

জেলা প্রশাসক আরও জানান, পাহাড় কাটা অবৈধ এবং অনেকেই রাতে পাহাড় কেটে যাচ্ছে। যদি তারা নিয়মিত অভিযান চালায় তবে তারা পালিয়ে যাবে। যদি পাহাড় কাটার এই কার্যক্রম বন্ধ না হয়, তাহলে পাহাড় ধ্বসের ঝুঁকি আরও বাড়বে।

বান্দরবন জেলা আবহাওয়া দপ্তরের উপপরিচালক সনাতন কুমার মণ্ডল বলেন, গেল ২৪ ঘণ্টায় বান্দরবনে ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বান্দরবনে পাহাড় #ধ্বস