জাতীয়

ঈদে ফিরতি যাত্রা

আজ পাওয়া যাবে ১০ জুনের টিকিট

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের জন্য যাত্রা সহজ করতে ফিরতি ট্রেনের আগাম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।  আজ শনিবার (৩১ মে) বিক্রি শুরু হয়েছে ১০ জুনের ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিটই অনলাইনে বিক্রি হবে। 

রেলওয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট মিলবে সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে আজ ৩১ মে; ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন; ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, অগ্রিম টিকিট কেনার পর তা ফেরত দেওয়া যাবে না। তাই যাত্রার সময় ও পরিকল্পনা নিশ্চিত হয়েই টিকিট কাটার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আজহা #ট্রেনের টিকিট #বাংলাদেশ রেলওয়ে #রেল সেবা