গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর টানা হামলায় গেল ২৪ ঘণ্টায় ৭২ জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩২১ জনে, আহত হয়েছেন আরও ১ লাখ ২৩ হাজার ৭৭০ জনের বেশি। শুক্রবার (৩০) সন্ধ্যা পর্যন্ত এই হিসাব জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
গেল বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২৭৮ জন। তবে মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
এদিকে আন্তর্জাতিক মহলের একাধিক আহ্বান সত্ত্বেও ইসরাইল এখনো হামলা থামানোর ইঙ্গিত দেয়নি। জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে। তবু দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নিঃশেষ ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম সপ্তাহে ২৮ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর বদলে মুক্তি পাবে ১,২৩৬ জন ফিলিস্তিনি বন্দি ও ১৮০ জন নিহত ফিলিস্তিনির মরদেহ।
এমএ//