জাতীয়

দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফেরার পথে রওনা হয়েছেন। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে তিনি টোকিও ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে, ২৭ মে রাতের দিকে তিনি জাপান সফরের জন্য ঢাকা ছাড়েন।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূস একাধিক আন্তর্জাতিক সফরে অংশ নিয়েছেন। গত বছর আগস্টে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম বিদেশ সফর করেন সেপ্টেম্বরে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নেন।

ডিসেম্বরে তিনি মিশরে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে যোগ দেন। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ করেন। মার্চে সফর করেন চীন, এপ্রিলে যান থাইল্যান্ড, কাতার ও ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন তিনি। সর্বশেষ তিনি জাপান সফর শেষে দেশে ফিরছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #ড. ইউনূস #জাপান সফর