দীর্ঘ এক দশক পর আবারও সরাসরি ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারের ‘ভর্তি যুদ্ধে’ অংশ নিতে ৫ লাখ ৫০ হাজারেও বেশি শিক্ষার্থী আবেদন করেছে।
শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। দেশের ৬৪টি জেলায় একযোগে ৮৭৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘একই সময়ে সারাদেশে পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট সবাইকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’
২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়মিত হতো। কিন্তু ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কেবল এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে ভর্তি করা হতো। চলতি বছর আবার সেই নীতি পরিবর্তন করে ফিরছে পরীক্ষা-নির্ভর ভর্তি পদ্ধতি।
এবারের ভর্তি পরীক্ষা হবে এক ঘণ্টার এমসিকিউ বা বহুনির্বাচনি প্রশ্নভিত্তিক। মোট নম্বর ১০০। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর পাওয়া গেলেও ভুল উত্তরে নম্বর কাটা হবে না। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে।
চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসির ফলাফলের ৪০ শতাংশ এবং এইচএসসির ৬০ শতাংশ যোগ করে, মোট ২০০ নম্বরের ভিত্তিতে।
এমএ//