আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, নিহত অন্তত ১১৫

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাইজার রাজ্যের মোকওয়াতে ভয়াবহ বন্যায় অন্তত ১১৫ জন নিহত হয়েছেন। বন্যার পানি শত শত মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ায় এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শুক্রবার (৩০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নাইজার রাজ্যের রাজধানী মিন্নার অপারেশন্স প্রধান হুসেনি ইশাহ জানিয়েছেন, এখনো অনেক মানুষ বিপদে আছেন। তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নাইজারে জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ওদু হুসেইনি জানিয়েছে, এখন পর্যন্ত ১১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুখপাত্র ইব্রাহিম ওদু আরও জানান, আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করছি। কারণ বন্যা অনেক মানুষকে নাইজার নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। নদীতে এখনো মরদেহ উদ্ধার করা হচ্ছে। ৩ হাজারেরও বেশি বাড়িঘর ডুবে গেছে।

নাইজেরিয়ায় এখন বর্ষাকাল চলছে, যা ৬ মাস দীর্ঘ হয়। দেশটির আবহাওয়া সংস্থা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩৬টি রাজ্যের ১৫টিতে আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছিলো। 

বর্ষার শুরুতেই পরিস্থিতি এমন হওয়ায় সামনে অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন সেখানকার মানুষ।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নাইজেরিয়া #মোকওয়া #বন্যা #শতাধিক নিহত