সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ছয় বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল মজিদ মিনু (৩৬) উপজেলার সদর ইউনিয়নের মেঘাই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে শিশুটির ভাই কাজীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালানোর অভিযোগও উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মে বিকেলে প্রতিবেশী আব্দুল মজিদ মিনু আম দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।
পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় শিশুটির ভাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএ//