বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাপানে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তাতে মনে হচ্ছে আমরা নেতাকর্মীরা মানুষ চিনতে ভুল করেছি। এবার গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনতে হবে এবং জনগণের ভোটের অধিকার রক্ষা করতে হবে।
শনিবার (৩১ মে) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্র-জনতার বিজয়ের সুফল যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করতে চায়, তবে তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।
শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের সম্পর্কে অনেক অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তার (শহীদ জিয়াউর রহমান) প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিত। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।
এসি//