আন্তর্জাতিক

ভাবীর মাথা নিয়ে থানায় গেল দেবর

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

এক হাতে ধারালো অস্ত্র এবং অন্য হাতে মধ্যবয়সী নারীর সদ্য কাটা মাথা। এভাবে থানার দিকে হেঁটে গেছেন এক যুবক। তার চোখে-মুখে কোনও ভয় ছিলোনা।  ছিলোনা কোন উত্তেজনা। এই দৃশ্য দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। 

শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায় এই ঘটনা ঘটে। সেখানকার ভরতগড় গ্রামে নির্মমতায় ব্যাপক তোলপাড় হয়েছে। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল। নিহত নারীর নাম  সতী মণ্ডল। সম্পর্কে বিমল মণ্ডলের বৌদি (ভাবী)। স্থানীয়রা জানিয়েছে,  শনিবার সকালে একটি মাঠে দেবর-ভাবীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিমল চপার দিয়ে ভাবীকে আঘাত করলে মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় মাথা ও অস্ত্র হাতে নিয়ে বিমল থানার দিকে রওনা দেন। 

ভিডিও ফুটেজে দেখা যায়, বিমল অত্যন্ত শান্ত ও নির্লিপ্তভাবে হেঁটে চলেছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।  কাটা মাথা ও ধারালো অস্ত্রটি জব্দ করেছে। 

স্থানীয়রা জানান, বিমলদের পরিবারের দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ধারণা করা হচ্ছে একারণেই এমন নৃশংসতা হয়েছে। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারতের পশ্চিমবঙ্গে #সদ্য কাটা মাথা